আমার সৌভাগ্য আমার শৈশব কৈশোর কেটেছে ভালাষ গ্রামে। আমি গর্ব অনুভব করি বিপ্লবতীর্থ ভালাষ গ্রাম আমার জন্মভূমি। গ্রামটি সারাবছর যাত্রা নাটক কৃষ্ণযাত্রা বাউল কবিগান ভাদুগান মনসামঙ্গলগান ভাঁজো বোলান ফকিরিগানে জমজমাট থাকত।
আমার বাড়ির সামনের বাড়িতে প্রতি সন্ধ্যায় বসত কৃষ্ণযাত্রা চর্চার আসর। কৃষ্ণযাত্রার মায়াবী সুর আমার পড়াশোনার ব্যাঘাত ঘটাত বারবার। সুযোগ পেলেই চলে যেতাম সেখানে। বাড়ির পাশেই স্কুল - সেখানে নিয়মিত যাত্রার রিহার্সাল হতো।
গ্রামে আসত সাপের খেলা, বাঁদরনাচ, পটের গান, ভালুকনাচ, পুতুলনাচ, বহুরূপী। মাঝেমাঝেই বসত রামযাত্রার আসর। দীর্ঘদিন ধরে বাড়ির পাশে স্কুলেই চলত সে গান । কাজেই আমার পড়াশোনায় প্রায় পড়তো ফাঁকি। মন চলে যেত রামযাত্রায়। দিনের আলোয় অবাক বিস্ময়ে দেখতাম রাম সীতা রাবণদের একসাথে গল্প করতে।
এমন পরিবেশে বড় হতে হতে এইসব লোকসংস্কৃতি আমার সারা অঙ্গে বাসা বেঁধেছে। দাদাদের সঙ্গে ছোট থেকে আমিও ঢুকেছি নাটকে । এর প্রধান দায় গ্রামের মাটির। তারপর যখন তারাশঙ্কর পড়লাম - দেখলাম আমার দেখা চরিত্রের ভীড় তারাশঙ্কর সাহিত্য জুড়ে। মতিলালের সং তো গ্রামে দেখেছি শিবপুজোতে, নিতাই কবিয়ালের গান শুনেছি সারারাত মাটিতে বসে। কামধেনুর নাথুই তো আমাদের বাড়িতে আসত গোমঙ্গল গান শোনাতে। আমার মনে হলো এইসব চরিত্রের অভিনয় আমি পারব। তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়েছি ; শুরু করলাম তারাশঙ্করের ছোটগল্প ডাকহরকরার নাট্যরূপ দিতে। সে এক গলদঘর্ম অবস্থা। অনেক চেষ্টায় যেন নাটকের মতো দাঁড়ালো। গ্রামের ছেলেমেয়েদের নিয়েই শুরু হলো তারাশঙ্করের নাটক করা। নাটক দেখে গ্রামের মানুষ মন্দ বলে নাই।
পরিচিত চরিত্র, পরিচিত স্থান, পরিচিত ভাষা, পরিচিত সংস্কৃতি, লোকাচার, বিষয়-বৈচিত্র্য, অসংখ্য বৈচিত্র্যময় মানুষের মিছিল, গল্পে নাটকীয় উপাদান এবং অবশ্য সমাজ জাগরণের দিশা। সবগুলো পরিচিত হওয়ায় খুব সহজেই চরিত্রে প্রবেশ করে নাটকে রূপ দিতে পারি। অনেকেই বলেন নাটকে ভাষা গুরুত্বপূর্ণ নয়। আমার মনে হয় তারাশঙ্করকে ধরতে গেলে তারাশঙ্করের ভাষাকে ধরা উচিত। উনি যেভাবে তাঁর সাহিত্যে আমাদের বীরভূমের লোকভাষাকে সংরক্ষণ করে গেছেন - তার সম্মান জানানো আমাদের উচিত।
সততা, কর্মসংস্কৃতি, আধুনিক সমাজভাবনা, পুরাতনকে সম্মান জানিয়ে নতুনকে গ্রহণ করতে শেখায় তারাশঙ্কর।
তারাশঙ্করের সমাজভাবনা যদি সমাজকে একটুও ভাবিত করে এবং সে কাজে যদি আমাদের রামায়ণের কাঠবিড়ালির মতো কোনো অংশগ্রহণ থেকে থাকে তবে নিজেকে ধন্য মনে করব।
Comments
Post a Comment