ঝিরিঝিরি বৃষ্টি ধারা
পাশে খোলা জানালা,
সজন বিনা কাটে কি এই শ্রাবণ !
ঘন মেঘে ছেয়েছে আকাশ
মাঝে মাঝে আলোর আভাস,
যেন মুক্তো পরে সেজেছে কচুবন।
অবিরত ঝরছে ধারা
থমকে গেছে গাছপালা,
তবুও লিখতে পারি না কবিতা ।
ক্রমাগত বাড়ে বৃষ্টির দাপট
পাখিরা খোঁজে আশ্রয়,
মনে উঁকি মারে হাজারো ব্যথা ।
বৃষ্টির ঝমঝম শব্দ
বাতাসের শোঁ শোঁ সুর,
মনের মাঠে বসেছে আক্ষেপের মেলা ।
বৃষ্টিস্নাত চারপাশ
ভিজে গেছে পোড়া মন,
সব মিলে মায়াবী এ দুপুর বেলা ।
'কবি'র স্রষ্টার জন্মমাস
মনের ক্ষেতে তারই চাষ,
"ভালোবেসে মিটলো না সাধ কুলালো না এ জীবনে "।
মায়াময় এ পরিবেশে
মন যে চায় আরো ভিজতে,
"হায় জীবন এত ছোট ক্যানে এ ভুবনে " ।
Comments
Post a Comment