বেলা পড়ে আসে—
যখন আঁধার ঘনায় তরুপল্লবে,
রিক্তের বেদন ঝিঁঝিঁর ডাকে,
ম্লান দৃষ্টিতে—একা মনে হয়
সম্প্রতি পথ চলতে।
প্রশ্ন ওঠে—“কে আমি ?”
পৃথিবীর স্পন্দন অনুভব করছি—
আমি তিলে তিলে সাধ নিই,
আমি আছি—আমার কামনা-বাসনা নিয়ে
পৃথিবীর একান্তে।
ইদানীং মৃত মানুষের মত
বিস্ময়ে ক্ষত-বিক্ষত আমার মানসিকতা !
আমার মস্তিষ্কের কোষে কোষে
কুটিল ক্রোধ !
আমি পিছনে,অনেক পিছনে পড়ে আছি।
চোখ মেলে চাই পৃথিবীকে—
প্রাঙ্গণের একান্তে
আমি আছি।
Comments
Post a Comment