কিছুটা সময় কেটে গেছে
অমলতাস কৃষ্ণচূড়াদের মাঝে।
পাশ দিয়ে চলে গেছে পথ
হেঁটে আসছে স্মৃতি সেই ঘাসবিহীন পথে।
জোনাকির মতো জ্বলছে সেই
হাত-রাখা দুপুরগুলো।
এখন এই শ্রাবণনন্দিত হরিৎময়তায়
ঘাসের ভিতর জন্মেছে ছত্রাক,
বাতাসে মেঘমল্লার
দৃষ্টি-ঝাপসা- করা জলে মিশে যাচ্ছে অ্যান্টিবায়োটিক।
মাঝে মাঝে গজিয়ে উঠছে
বাবলাগাছের চারা।
আকাশ কতটা ভারি,জানি না।
এখানে ঘরের ভিতর আকাশ নেই,
এখানে ব্যথা আর জ্বরের ফাঁকে ফাঁকে
ঘুরে বেড়াচ্ছে
অস্থির প্যারাসিটামল |
Comments
Post a Comment