কিভাবে আগুন জ্বলে ওঠে
কিভাবে আগুন নিভে যায়
এসব ভাবতে ভাবতেই অনেক সময় কেটে গেছে ।
আবার একটা যুদ্ধ মানে আবার নতুন প্রতিশ্রুতিমালা
আবার পায়ে পায়ে ধুলোর অনন্ত ঘূর্ণন
আবার শব্দে শব্দে মুখরিত আকাশ বাতাস ।
কিভাবে আগুন জ্বলে ওঠে
কিভাবে আগুন নিভে যায়
এসব দেখতে দেখতেই অনেক সময় কেটে যাবে আরও ।
Comments
Post a Comment