জীবন সায়াহ্নে একলা বসে কবি
ভাবেন একাকী হয়ে নিশ্চুপ --
কী করলাম, করলামই বা কার তরে
একাকী এসেছি ভবে, একাকীই তো যেতে হবে।
তাহলে কি পুরোটাই কর্তব্য ?
নাকি সমাজ, নিয়ম, কামনা, বাসনা, লোভ ...
আমার মধ্যে আমি আজ গেছি হারিয়ে
নিজের হাতে কেড়েছি তার অস্তিত্বটুকু অজান্তে
সামর্থ্যহীন , কর্তৃত্বহীন পড়ে আছে অবয়ব শুধু
জীবনের সংজ্ঞা মেলাতে হই অক্ষম, অসমর্থ ।
চমৎকার হয়েছে তো কবিতাখানি । অভিনন্দন ।
ReplyDeleteOsonkhyo dhonyobad apnake
Delete