সুখফুলি শিহরণে ভাসে চরাচর
মেঠোঘ্রাণে মুখরিত আলপথ রাঙা,
হরিৎ বরণী ক্ষেত সতত ঊষর
দুধ ফুলি উতরোলে দ্রুত পথ ভাঙা।
দুধবতী ধান মেয়ে সুখেতে কাতর
তৃষাতুর দুটি চোখে সবই উশুল,
নাসিকায় ভেসে আসে খুশির আতর
ইশারায় ফিসফিস বুনো ঘাসফুল।
ধান মেয়ে চিঠি লেখে মনোময়ী সুখে
সবুজের সমারোহে লেখে গীতিমালা,
সুখ যেন নদী হয়ে ঢেউ তোলে বুকে
প্রহর লহরী গুনি প্রেম প্রীতি ঢালা।
উৎসবে মাতোয়ারা ঢুলু ঢুলু আঁখি
রাত ভর গীত হলো শিশিরের গান,
দেখে শুনে মেতে ওঠে মন খুশি পাখি
চিকচিকে সোনা সুখ নাকে মেঠোঘ্রাণ।
Comments
Post a Comment