কোন শুভক্ষণে জন্ম নিয়ে এসেছিলে তুমি ধরায়।
তোমার গর্বে গর্বিত হয়ে আমরা করছি বড়াই।।
বীরভূমের এই লাল মাটিতে জনম নিয়েছ তুমি।
তোমারি জন্য আলোকিত আজ তোমারি প্রসূতি ভূমি।।
প্রতিষ্ঠিত তোমার সেই গোলাবাড়ি নীরবে রয়েছে বসে।
কত নর-নারী প্রণাম করে ধাত্রীদেবতা এসে।।
বাল্য কৈশোর কাটিয়ে গেলে যাদব লালের বুকে।
কলকাতাতে স্বদেশী হলে লালমুখোদের চোখে।।
গৃহে ফিরে এসে নজরবন্দি হলে যে দু তিন মাস।।
তাতেও তাদের শান্তি মেটেনি শেষে দিল কারাবাস।।
কারাবাস থেকে গ্রামেতে ফিরেও হওনি তুমি মুক্ত।
গ্রাম-গ্রামান্তরে সমাজসেবায় কর্মেতে হলে যুক্ত।।
কিছুকাল বাদে অট্টহাসেতে আসিল যে নজরুল।
কাছেতে ডাকিয়া পিঠে হাত দিয়া ভাঙ্গাইলো তবে ভুল।।
তোমার কলমে প্রকাশ পেয়েছে দীন-দরিদ্রদের ব্যথা।
বীরত্বের সাথে লিখে গেছো তুমি অত্যাচারের কথা।।
দেবদূত সম মহান তুমি ধন্য তোমার সততা।
শ্রেষ্ঠ তোমার সেই উপন্যাস নাম যার গণদেবতা।।
এর সেবাই পূজারীর সাজে করিলে অঙ্গীকার।
যোগ্য রূপেতে তাইতো পেয়েছো জ্ঞানপীঠ পুরস্কার।।
Comments
Post a Comment