কথার পীঠে কথা দিয়ে,যে গল্প যায় বানিয়ে,
সেই গল্পের গল্পকার,তারাশঙ্কর নামটি তার,
তাদেরই সে একজনা।
বীরভূমেরই লাভপুরে, ফুল্লরা মা'র অদূরে,
ধাত্রীদেবতা নাম ধরে,জন্মভিটে রয় পড়ে,
এই কথাতো মিথ্যে না।।
এই জন্ম বছরটি তার,
করছি পালন আমরা এবার,
যেমন করেছি অন্যান্য বার-
এবার কিন্তু তেমন না।।
গণদেবতায় জ্ঞানপীঠে-
সেই সাহিত্যিক রয় ফুটে,
সাহিত্য তার সৃজনশীল,
অঞ্জলি তাই করপুটে;
আছেন যারা জ্ঞানী-গুণী,
এবার তাদের কথা শুনি,
শেষ করে এই লেখাখানি-
তাদের করি বন্দনা।।
- গৌর গোপাল পাল
Comments
Post a Comment