তারই মাঝে লুব্ধক সম তুমি যে অনন্য
১৩০৫' এর ৮' ই শ্রাবণ লাভপুরে জন্ম
জগৎ জুড়ে নাম করেছে তোমার সকল কর্ম।
'পঞ্চ গ্রাম ' 'কবি' র মত কালজয়ী সৃষ্টি
'সপ্তপদী' লিখে তুমি কাড়লে সবার দৃষ্টি
'গণদেবতা' নিয়ে এল জ্ঞানপীঠ পুরস্কার
সবকটি উপন্যাসই ভীষণ চমৎকার
হাঁসুলি বাঁক চিনলো লোকে তোমার সৃষ্টি পড়ে
দেশ বিদেশে দিয়েছো পাড়ি লেখনীর হাত ধরে
লাভপুরের খ্যাতি যেমন মা ফুল্লরার নামে
ধাত্রীদেবতার প্রাঙ্গনও মানুষকে টানে
পাতার পর পাতা জুড়ে লিখেও যদি যায়
তবুও তোমার কীর্তি কথা শেষ না হয়
চিরন্তন সেই খেদ সবার মনের কোণে
ভালোবেসে মেটেনা সাধ জীবন ছোট কেনে?
মারগ্রাম, বীরভূম
২৭/০৭/২০১৯
Comments
Post a Comment